কাউখালীতে নারীনির্যাতন ও বাল্যবিয়ে রোধে প্লাটফর্ম গঠন

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে নারীনির্যাতন ও বাল্যবিয়ে রোধে প্লাটফর্ম গঠন
সোমবার ● ১৩ জুলাই ২০২০


কাউখালীতে নারীনির্যাতন ও বাল্যবিয়ে রোধে প্লাটফর্ম গঠন

কাউখালী (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের কাউখালীতে নারীনির্যাতন ও বাল্য বিবাহ প্রতিরোধে ইউএসএইড ও ইউকেএইড এর যৌথ উদ্যোগে এবং রূপান্তরের বাস্তবায়নে উপজেলা পর্যায় প্লাটফর্ম গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩জুলাই) বেলা ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর সভাকক্ষে সামাজিক দুরত্ব মেনে আলোচনা সভায় ইউপি সদস্য ঝর্না রানীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজলো পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা জাহিদ হোসেন।
রূপান্তরের পিরোজপুরের প্রকল্পকর্মকর্তা মো.শফিকুল আজমের সঞ্চালনায় আরো বক্তৃতা করেন পিরোজপুর জেলা পরিষদের সদস্য শাহজাদী রেবেকা শাহীন চৈতী, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়, নারী নেত্রী মাহাফুজা মিলি প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি. সামাজিক রাজনৈতিক, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
সভা শেষে  উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক ও জেলা পরিষদের সদস্য শাহাজাদী রেবেকা শাহীন চৈতীকে আহব্বায়ক করে ২১ সদস্য বিশিষ্ট নারী নির্যাতন ও বাল্য বিবাহ প্রতিরোধে প্লাটফর্ম গঠন করা হয়।

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:০৩:৫০ ● ৩৩৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ