থানায়এজাহার দাখিল কলাপাড়ায় খাদ্য বান্ধব কর্মসূচির ৪৫৮ কেজি চাল উদ্ধার

প্রথম পাতা » পটুয়াখালী » থানায়এজাহার দাখিল কলাপাড়ায় খাদ্য বান্ধব কর্মসূচির ৪৫৮ কেজি চাল উদ্ধার
রবিবার ● ৩১ মে ২০২০


জব্দকৃত চাল।

কলাপাড়া সাগরকন্যা অফিস॥
কলাপাড়ার লালুয়া ইউনিয়নের বানাতিবাজার থেকে ১০ টাকা কেজি দরের খাদ্য বান্ধব কর্মসূচির ৪৫৮ কেজি চাল উদ্ধার করা হয়েছে। রবিবার দুপুরে কলাপাড়া থানা পুলিশের সহায়তায় খাদ্য বিভাগ সেখানকার কবির হাওলাদারের চায়ের দোকান থেকে এ চাল জব্দ করেছে। এ ঘটনায় স্থানীয় ডিলার মীর মাসুদ রানাসহ দুইজনকে অভিযুক্ত করে কলাপাড়া থানায় একটি এজাহার দাখিল করা হয়েছে। উপজেলা খাদ্য পরিদর্শক মোসাম্মৎ আরিফা সুলতানা এজাহারটি দিয়েছেন। তিনি জানান, তারা স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে গিয়ে ওই চাল উদ্ধার করেন। তিনি আরও জানান, ডিলার মীর মাসুদের অধীন মে মাসের ১৬ জনের চাল বিতরণ বাকি ছিল। অভিযুক্ত ডিলার মাসুদ মীর জানান, আমফানের আগে ৮৪৪ জনকে বিতরণের জন্য নেয়া ওই চাল ১৬ জনের বিতরন বাকি ছিল। গোডাউনে থাকা চাল বৃষ্টির কারণে ভিজে যায়। যা বদল করে ভাল চাল দেয়ার উদ্যোগ নেয়া হয়। এসময় স্থানীয় একটি চক্র ষড়যন্ত্র করে তাঁকে ফাঁসিয়ে দেয়।
উপজেলা খাদ্য কর্মকর্তা বি,এম শফিকুল ইসলাম জানায়, এ ঘটনায় কলাপাড়া থানায় একটি এজাহার দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুহাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, এ ঘটনায় খাদ্য বিভাগকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, একটি এজাহার দাখিল হয়েছে, প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।

এমইউএম/এনবি

বাংলাদেশ সময়: ১৬:০৭:১৭ ● ৩৭২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ