গোপালগঞ্জে ব্যবসায়ীর বাসায় ভাংচুর

প্রথম পাতা » ঢাকা » গোপালগঞ্জে ব্যবসায়ীর বাসায় ভাংচুর
শুক্রবার ● ২৮ ফেব্রুয়ারী ২০২০


---

গোপালগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি॥
গোপালগঞ্জ জনতা লিং রোড ঘড়ি চশমা ব্যবসায়ী লুৎফর সিকদারের বাসায় ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। জনতা লিং রোড তার নিজ বাসায় এই ভাংচুর করে দূর্বৃত্তরা।

লুৎফর সিকদারের মেয়ে সানজিদা ইসলাম বলেন, আজ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টায় কে বা কারা আমাদের বাসায় ঢুকে দরজার সামনে এসে বিভিন্ন মালপত্র ভাংচুর করে। এসময় দরজার পাশে রাখা কাচ ও বিভিন্ন জিনিসপত্র ফ্লোরে ফেলে দেয়। বাসায় আমারা মাত্র তিনজন মেয়েরা ছিলাম। আমরা চিৎকার চেচামেচি করলে তারা পালিয়ে যায়। তিনি আরও বলেন, আমার আব্বু (লুৎফর সিকদার) বাড়িতে নেই, তিনি এসে থানায় অভিযোগ করবেন।

বাংলাদেশ সময়: ১৪:১৮:০০ ● ৬৯৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ