নতুন বই পেয়ে উচ্ছাসিত আমতলীর ৬৫ হাজার শিক্ষার্থী

প্রথম পাতা » বরগুনা » নতুন বই পেয়ে উচ্ছাসিত আমতলীর ৬৫ হাজার শিক্ষার্থী
বুধবার ● ১ জানুয়ারী ২০২০


নতুন বই পেয়ে উচ্ছাসিত আমতলীর ৬৫ হাজার শিক্ষার্থী

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

নতুন বই হাতে পেয়ে আনন্দে উচ্ছাসিত আমতলীর ৬৫ হাজার শিক্ষার্থী। নতুন বইয়ের ঘ্রাণে শিক্ষার্থীরা আনন্দে মাতোয়ারা। আমতলী আঁচল ইন্টারন্যাশনাল আইডিয়াল স্কুলের পঞ্চম শ্রেনীর মেধাবী শিক্ষার্থী কাজী নাঈমা জান্নাত মাঈশা ও জিসান সিকদার হাঁসি মুখে বলেন, “বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়েছি এর চেয়ে বড় আনন্দ আর কিছুই হতে পারে না, নতুন বইয়ের ঘ্রাণ আমরা মাতোয়ারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন”।
আমতলী শিক্ষা অফিস সূত্রে জানাগেছে, আমতলী উপজেলার ৬৫ হাজার শিক্ষার্থীদের মাঝে বুধবার (১জানুয়ারি) বই বিতরন করা হয়েছে। এর মধ্যে ৪১ টি মাধ্যমিক বিদ্যালয়ে ১৮ হাজার ৪০০ জন, ২৯ টি দাখিল মাদ্রাসায় ৮ হাজার ৫০০, ২০৩ টি প্রাথমিক বিদ্যালয়ে ২৮ হাজার ৯০০ ও ৬৭ টি ইবতেদায়ী মাদ্রাসার ৯ হাজার ৪০০ শিক্ষার্থীর মাঝে বই বিতরন করা হয়। নতুন বছরে হাতে পেয়ে আনন্দিত উপজেলার ৬৫ হাজার ২০০ শিক্ষার্থী। নতুন বইয়ের ঘ্রানে শিক্ষার্থীরা আনন্দে আত্মহারা।
এ নতুন বই বিতরন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সরোয়ার ফোরকান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন, পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান ও আঁচল ইন্টারন্যাশনাল আইডিয়াল স্কুলের অধ্যক্ষ  মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবদুর রশিদ খাঁন  প্রমুখ।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ১৬:৪১:৫১ ● ৫৬৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ