চরফ্যাশনে স্বামী কর্তৃক স্ত্রীকে পিটিয়ে আহত

প্রথম পাতা » ভোলা » চরফ্যাশনে স্বামী কর্তৃক স্ত্রীকে পিটিয়ে আহত
শনিবার ● ২৬ অক্টোবর ২০১৯


চরফ্যাশনে স্বামী কর্তৃক স্ত্রীকে পিটিয়ে আহত

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

চরফ্যাশন পৌর ৯নং ওয়ার্ডে স্বামী নুরনবী ও তার মা আমেনা বেগম কর্তৃক ৪ দিনের সিজার হওয়া শিশুর মা আছমাকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এমনকি পিটিয়ে আহত হলেও তাঁকে হাসপাতাল ভর্তি করতে দেয়া হয়নি।
চরফ্যাশন থানার উপ-পুলিশ পরিদর্শক এসআই হারুন অর রশিদ আহতকে উদ্ধার  করে হাসপাতালে ভর্তি করেছেন। ঘটনাটি ঘটেেেছ ২১ অক্টোবর স্বামীর বাড়ীতে। আহত নুরনবীর স্ত্রী আছমা বলেন, আমার স্বামী নুরনবী আমার বাবা কাছ থেকে মটর সাইকেল ক্রয় করার জন্যে দেড়লাখ টাকা দাবী করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে আমার উপর স্বামী ও শাশুরী হামলা চালায়। আমার মা তা শুনে আসলে তাকেও পিটিয়ে আহত করেছে। আমাকে পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। বাচ্চা সিজারে হয়েছে সকল টাকা আমার বাবা দিয়েছে। আমি সঠিক বিচার দাবী করছি।
আহত আছমার বাবা মো. হাছান মাঝি জানান, পুলিশ আমাদের কোন মামলা গ্রহণ করেননি। উল্লেখ্য পৌর সভা ৯নং ওয়ার্ডের আবদুস শহিদের পুত্র নুর নবীর হাজারীগঞ্জ ৩নং ওয়ার্ডের হাছান মাঝির কন্যার সাথে আছমার  ইসলামী শরিয়ামোতাবেক ২ বছর পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২১:১০:৩২ ● ৩২৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ