কোরাল মাছ নিয়ে মুখ খুললেন কুয়াকাটার মেয়র বারেক মোল্লা

প্রথম পাতা » কুয়াকাটা » কোরাল মাছ নিয়ে মুখ খুললেন কুয়াকাটার মেয়র বারেক মোল্লা
সোমবার ● ২৮ জানুয়ারী ২০১৯


প্রতীকী ছবি

সাগরকন্যা রিপোর্ট॥
কোরাল মাছ নিয়ে এবার মুখ খুললেন কুয়াকাটা পৌরসভার মেয়র আব্দুল বারেক মোল্লা। তিনি জানান, কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের এসআই শাহআলমের কেনা কোন কোরাল মাছ বশিরের আড়তে ছিলনা। তিনি কোরাল মাছ কেনার জন্য বশিরকে বলেছিলেন। অথচ পরিকল্পিতভাবে সম্মমানহানির জন্য শাহআলম তার সঙ্গে আলোচনা না করেই মোবাইল ফোনে গণমাধ্যমে প্রচার করেছেন। সাংবাদিকদের কাছে এমনসব কথা বলেছেন যা অত্যন্ত মান-হানিকর। আইনগত ব্যবস্থা না নিয়ে তিনি রহস্যজনকভাবে গণমাধ্যমে গেলেন কেন। মেয়র আব্দুল বারেক মোল্লা আরও বলেন, কুয়াকাটার এক নেতার ইন্ধনে পরিকল্পিতভাবে তাঁকে নিয়ে গণমাধ্যমে সাংবাদিকদের কাছে প্রচারণা করা হয়েছে। গোটা বিষয়টি ছিল সাজানো এবং পরিকল্পিত। মেয়রের দাবি তিনি বশিরের কাছ থেকে সবসময় যেকোন ধরনের মাছ কেনাকাটা করে থাকেন। যা ওইদিনও ছেলের মাধ্যমে কিনেছেন। এছাড়া মাছ ব্যক্তিগত কাজে ব্যবহার করা হয়েছে। সেখানে মাননীয় প্রধানন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকেও জড়ানো হয়েছে। যা সবচেয়ে দুখ:জনক বিষয়। তিনি পুলিশ ডিপার্টমেন্টের কাছেও শাহআলম সাহেবের এমনসব কীর্তির সমাধান চাইবেন। বারেক মোল্লা জানান, কুয়াকাটা আওয়ামী লীগকে হেয় প্রতিপন্ন করতে এটি সুপরিকল্পিত একটি গভীর চক্রান্ত।
উল্লেখ্য, রবি ও সোমবার এ দুইদিন কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের এসআই  শাহআলম ও পৌর মেয়র আব্দুল বারেক মোল্লাকে নিয়ে গণমাধ্যমে সরব ছিল কোরাল মাছের খবরটি। শাহআলমের দাবি ছিল তার ক্রয় করা কোরাল মাছ নিয়ে গেছেন মাছের দোকানি বশির মিয়ার কাছ থেকে। বশির এক লিখিত বিবৃতিতে বলেছেন তিনি সবসময় যে কোন মাছ বিক্রি করেন। আর পুলিশ কর্মকর্তা শাহআলম সাহেবের মাছ নেয়ার সময় এখনও অনেক দুরে। ওই মাছ দেয়ার প্রস্তুতি রয়েছে। তবে এ দুইদিনে কোরাল মাছ নিয়ে প্রচার হওয়া খবরটি ছিল আলোচিত বিষয়।

এমইউএম/এনইউবি

বাংলাদেশ সময়: ১৬:২৬:৩২ ● ১০৫৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ