গোপালগঞ্জে মাদক মামলায় ছাএলীগ নেতা জেলে

প্রথম পাতা » ঢাকা » গোপালগঞ্জে মাদক মামলায় ছাএলীগ নেতা জেলে
বুধবার ● ১৬ অক্টোবর ২০১৯


গোপালগঞ্জে মাদক মামলায় ছাএলীগ নেতা জেলে

গোপালগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি॥

গোপালগঞ্জে মাদক মামলায় মালয়েশিয়া ছাত্রলীগের সাবেক সাংগনিক সম্পাদক মওদুদ মোল্লাসহ  ৩ জনকে জেলে হাজতে পাঠিয়েছে পুলিশ। রবিবার টুঙ্গিপাড়ায় উপজেলার শ্রীরামকান্দী এলাকার চরপাড়া থেকে ১৫ পিচ ইয়াবাসহ পুলিশ তাদেরকে গ্রেফতার করে।
মওদুদ মোল্লা টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামের মোঃ মজিবর রহমান মোল্লার ছেলে এবং গ্রেফতার তার বাকী দু’সহযোগী হল, গ্যামাডাঙ্গা গ্রামের সেলিম শেখের ছেলে সাগর শেখ (২৭), শ্রীরামকান্দি গ্রামের সিরাজুল শেখের ছেলে শহিদুল শেখ (২৭)।
পুলিশ সুত্রে যানা যায়, আড়াই বছর আগে টুঙ্গিপাড়ায় জাতির জনকের মাজারে জনৈক তরুণীর গায়ের বস্ত্র টেনে ছিঁড়ে ফেলার দায়ে তৎকালীন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেড তাকে ছয় মাসের কারাদন্ড দিয়ে জেলে পাঠায়। পরিবারের সদস্যরা তখন অতিষ্ঠ হয়ে দু’বছর আগে চাকুরীর জন্য তাকে মালয়েশিয়া পাঠায়। সেখানেও সে নানা অপকর্মের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তিন মাস আগে সে দেশে ফিরে এসে মাদক কারবারিসহ নানা অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়ে।
টুঙ্গিপাড়ার ওসি এনামুল কবির জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে (মামলা নং-০৬, তাং-১৩/১০/২০১৯) দায়ের হয়েছে। তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

এইচবি/এমআর

বাংলাদেশ সময়: ২২:৩৮:৫৮ ● ২৬৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ