গোপালগঞ্জে জাকের পার্টির বিশাল নির্বাচনী সমাবেশ

হোম পেজ » ঢাকা » গোপালগঞ্জে জাকের পার্টির বিশাল নির্বাচনী সমাবেশ
শনিবার ● ৩১ জানুয়ারী ২০২৬


 

গোপালগঞ্জে জাকের পার্টির বিশাল নির্বাচনী সমাবেশ

সাগরকন্যা প্রতিবেদক, গোপালগঞ্জ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-২ আসনের জাকের পার্টির মনোনীত প্রার্থী এ্যাডভোকেট মাহমুদ হাসান শনিবার বিকেলে সদর উপজেলার বোড়াশি প্রাইমারি স্কুল মাঠে অনুষ্ঠিত সমাবেশে ভোটারদের উদ্দেশে বক্তব্য রাখেন। তিনি প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে এলাকার সাধারণ মানুষদের ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা করবেন এবং মাদক ও দুর্নীতি মুক্ত সমাজ গড়ে তুলবেন। তিনি বলেন, সব ধর্মের মানুষ তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান নির্বিঘ্নে পালন করতে পারবে।

 

এ্যাডভোকেট মাহমুদ হাসান আরও উল্লেখ করেন, কৃষি খাতে বিদ্যমান অপারগতা দূর করা হবে এবং কৃষকদের উৎপাদিত পণ্য ন্যায্য মূল্যে বিক্রি নিশ্চিত করা হবে। তিনি কর্মমুখী শিক্ষার মাধ্যমে বেকার সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন, যা দুর্নীতি, অপরাধ ও মাদকের সমস্যা কমাতে সহায়ক হবে। তিনি আশা প্রকাশ করেন, গোলাপ ফুল প্রতিকে বিপুল ভোটে বিজয়ী হবেন।

 

সমাবেশে আকবর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সাল। বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা জাকের পার্টির সভাপতি মো: দেলোয়ার হোসেন, মাদারীপুর জেলা জাকের পার্টির সভাপতি মো: আসাদ, শরীয়তপুর জেলা জাকের পার্টির সভাপতি মো: বাদল কাজী এবং মুকসুদপুর উপজেলা জাকের পার্টির সভাপতি মো: লিয়াকত হোসেন। সাধারণ সম্পাদক ইমরান হোসনসহ জেলা ও উপজেলা জাকের পার্টির নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন।

 

বাংলাদেশ সময়: ২২:২৯:০০ ● ২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ