বৃহস্পতিবার ● ২৯ জানুয়ারী ২০২৬
বরগুনায় ১’শ ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার
হোম পেজ » বরগুনা » বরগুনায় ১’শ ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বরগুনায় মাদকদ্রব্যসহ এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তারকৃত মো. সবুজ মিয়া (৩৬)-এর কাছ থেকে ১’শ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা সদর থানাধীন কেওড়াবুনিয়া ইউনিয়নের চালিতাতলী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) বিকাশ কর্মকারের নেতৃত্বে পরিচালিত অভিযানে দারুল মাস্টারের এলডিএল ব্রিকস ফিল্ডের সামনে থেকে সবুজ মিয়াকে গ্রেপ্তার করা হয়। তল্লাশিতে তার কাছ থেকে উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আলীম জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১০:৫৭:২৫ ● ৭৩ বার পঠিত
