আগৈলঝাড়া বাগধা আলিম মাদ্রাসায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুনর্মিলনী

হোম পেজ » বরিশাল » আগৈলঝাড়া বাগধা আলিম মাদ্রাসায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুনর্মিলনী
বুধবার ● ২৮ জানুয়ারী ২০২৬


 

আগৈলঝাড়া বাগধা আলিম মাদ্রাসায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুনর্মিলনী

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)

বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা আলিম মাদ্রাসায় বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠান বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে অনুষ্ঠিত হয়েছে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি ডাঃ মোঃ গোলাম কিবরিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমইয়তে হিযবুল্লাহ আগৈলঝাড়া উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা মোঃ রফিকুল ইসলাম নেছারী, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ এনায়েত উল্লাহ এবং বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ কেন্দ্রীয় সহ-সেবা ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম।

 

মাদ্রাসার শিক্ষকবৃন্দ, ছারছীনা শরীফের ভক্তবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়নের ছাত্র হিযবুল্লাহ নেতৃবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ ছাত্রদের জ্ঞান ও আমলের দাওয়াত দেয় এবং কোনো দলীয় রাজনীতি করে না।

 

সার্বিক সহযোগিতা করেছেন কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ মাহমুদুল হাসান ফয়সাল। তিনি জানান, স্বল্প পরিসরে এই বছরের কার্যক্রম দেশের প্রত্যন্ত জেলা ও উপজেলায় চলছে এবং ভবিষ্যতে আরও ব্যাপকভাবে সম্প্রসারণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৯:০৬:৪৯ ● ৪১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ