পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের নির্বাচনী কর্মশালা

হোম পেজ » পটুয়াখালী » পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের নির্বাচনী কর্মশালা
সোমবার ● ২৬ জানুয়ারী ২০২৬


 

পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের নির্বাচনী কর্মশালা

সাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ(পটুয়াখালী)

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি কর্তৃক ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণা সমন্বয় টিমের উদ্যোগে পটুয়াখালী-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ¦ আলতাফ হোসেন চৌধুরীকে বিজয়ী করতে মির্জাগঞ্জে নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) উপজেলার সুবিদখালী সরকারি কলেজ রোডস্থ দারুসসুন্নাত দাখিল মাদ্রাসা মিলনায়তনে এই কর্মশালা আয়োজন করা হয়।

 

কর্মশালার সভাপতিত্ব করেন মির্জাগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক গাজী রাশেদ শামস্। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-১ আসনের যুবদল নির্বাচনী প্রচারণা টিমের সমন্বয়ক মোঃ মোস্তাফিজুর রহমান রুমী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন এডভোকেট এবিএম মহসিন বিশ্বাস।

 

উপজেলা যুবদলের সদস্য সচিব গাজী মোঃ আতাউর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মোঃ মিরাজ, অ্যাড. এ এম মজিদ (মানিক), সাইফ খান মিজান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ নাসির হাওলাদার এবং যুগ্ম আহ্বায়ক মোঃ মিজানুর রহমান (সুজন)।

 

কর্মশালায় উপজেলা যুবদলের নেতৃবৃন্দসহ ৬টি ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৭:৪২:৪১ ● ২৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ