ডাকসু নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পাথরঘাটায় মানববন্ধন

হোম পেজ » বরগুনা » ডাকসু নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পাথরঘাটায় মানববন্ধন
সোমবার ● ২৬ জানুয়ারী ২০২৬


 

ডাকসু নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পাথরঘাটায় মানববন্ধন

সাগরকন্যা প্রতিবেদক, পাথরঘাটা (বরগুনা)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও নারী শিক্ষার্থীদের নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বরগুনার পাথরঘাটায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে পাথরঘাটা উপজেলার গোল চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

 

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি শামীম আহম্মেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে অবমাননাকর ভাষা ব্যবহার করেছেন এবং বিশ্ববিদ্যালয়টিকে ‘মাদকের আড্ডাখানা’ হিসেবে উল্লেখ করেছেন, যা চরম নিন্দনীয়। বক্তারা এ বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

জানা গেছে, শামীম আহম্মেদ পাথরঘাটা উপজেলার কিরণপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারির দায়িত্বে রয়েছেন। তিনি বরগুনা-২ আসনে দশ দলীয় জোট সমর্থিত দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. সুলতান আহম্মেদের নির্বাচনী পথসভায় গত শনিবার কাকচিড়া ইউনিয়নের কাটাখালী এলাকায় এ মন্তব্য করেন। বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়লে তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেন। এ বিষয়ে জেলা জামায়াতের সেক্রেটারি আসাদুজ্জামান আল মামুন বলেন, এটি শামীম আহম্মেদের ব্যক্তিগত বক্তব্য, এর দায় সংগঠন নেবে না।

বাংলাদেশ সময়: ১৭:৩৩:০৯ ● ৩৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ