বৃহস্পতিবার ● ২২ জানুয়ারী ২০২৬

কারাবন্দী জাপা প্রার্থী টিপুর পক্ষে বরিশাল-৩ আসনে মেয়ের প্রচারণা

হোম পেজ » বরিশাল » কারাবন্দী জাপা প্রার্থী টিপুর পক্ষে বরিশাল-৩ আসনে মেয়ের প্রচারণা
বৃহস্পতিবার ● ২২ জানুয়ারী ২০২৬


 

কারাবন্দী জাপা প্রার্থী টিপুর পক্ষে বরিশাল-৩ আসনে মেয়ের প্রচারণা

সাগরকন্যা প্রতিবেদক, বাবুগঞ্জ (বরিশাল)

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে কারাবন্দী সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া টিপুর পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন তাঁর মেয়ে হাবিবা কিবরিয়া। বাবার অনুপস্থিতিতে প্রচারণার প্রথম দিন বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকালে বাবুগঞ্জ উপজেলার আগরপুর ও খানপুরা এলাকায় ভোটারদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করেন তিনি।

 

এ সময় হাবিবা কিবরিয়া বলেন, আমি বাবার জন্য ভোট চাইছি। বাবুগঞ্জ ও মুলাদীতে আমার বাবা এমপি থাকাকালীন ব্যাপক উন্নয়ন হয়েছে। তিনি এ এলাকার মানুষের জন্য অনেক পরিশ্রম করেছেন। প্রথম দিনেই ভালো সাড়া পাচ্ছি। মানুষ তাঁকে এখনো ভালোবাসে- এটা স্পষ্টভাবে বুঝতে পারছি। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে মানুষ সেটির প্রমাণ দেবে।

 

তিনি অভিযোগ করে বলেন, বিনা বিচারে তাঁর বাবা গোলাম কিবরিয়া টিপুকে এক বছরের বেশি সময় ধরে কারাগারে রাখা হয়েছে। তাঁর ভাষায়, এটা শুধু একটি নির্বাচনী লড়াই নয়, এটি একজন বাবার ন্যায় পাওয়ার জন্য মেয়ের যুদ্ধ। এই যুদ্ধে বাবুগঞ্জ ও মুলাদীর সাধারণ মানুষ আমাদের সঙ্গে থাকবেন।

তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি বিপুল ভোটে টিপুকে সংসদ সদস্য নির্বাচিত করে জনগণ তাঁকে কারাগার থেকে মুক্ত করবেন।

 

গোলাম কিবরিয়া টিপুর রাজনৈতিক জীবনের শুরু আওয়ামী লীগের মাধ্যমে। তিনি রমনা থানা যুবলীগের সহ-সভাপতি ছিলেন। পরবর্তীতে বিএনপিতে যোগ দিয়ে স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। আশির দশকে তিনি জাতীয় পার্টিতে যোগ দিয়ে দলের প্রেসিডিয়াম সদস্য হন।

 

২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মহাজোটের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন টিপু। একই আসন থেকে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে আওয়ামী লীগের সমর্থনে নির্বাচিত হলেও ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সংসদ বিলুপ্ত হওয়ায় তিনি সংসদ সদস্য পদ হারান। ওই ঘটনার পর ঢাকায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

বাংলাদেশ সময়: ১৮:৩৪:২৭ ● ২৭ বার পঠিত