
সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতিতে নতুন গতি সঞ্চার হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচিতে উদ্বুদ্ধ হয়ে উপজেলার বলদিয়া ইউনিয়নে শতাধিক সনাতন ধর্মাবলম্বী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন।
শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় বলদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কাটাপিটানিয়া আনন্দবাজার এলাকায় পিরোজপুর-২ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমনের সমর্থনে আয়োজিত নির্বাচনী সেন্টার কমিটি গঠন অনুষ্ঠানে এই যোগদান অনুষ্ঠিত হয়। যোগদানকারীদের নেতৃত্ব দেন নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ও বলদিয়া ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী মো. আজহারুল ইসলাম টুটুল।
অনুষ্ঠানে সমাজসেবক ও শিক্ষানুরাগী সুভাষ চন্দ্র হালদারের সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মহাসিন রেজার সঞ্চালনায় বক্তব্য রাখেন নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম বাহাদুর, সাবেক যুগ্ম-আহ্বায়ক মো. মাহমুদুল হাসান বাবু, বলদিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক অবসরপ্রাপ্ত মাস্টার মো. এনামুল হক রতন, সুটিয়াকাঠী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. রুহুল আমীনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বিএনপিতে যোগদানকারী সনাতন সম্প্রদায়ের পক্ষে বক্তব্যে সভাপতি সুভাষ চন্দ্র হালদার বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রের আদর্শ এবং তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা কর্মসূচি দেশের মানুষের মুক্তির পথনির্দেশনা। এই আদর্শে অনুপ্রাণিত হয়েই তারা বিএনপিতে যোগদান করেছেন।
বলদিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. এনামুল হক রতন বলেন, নেছারাবাদ উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের ভোট একটি গুরুত্বপূর্ণ শক্তি। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বিএনপির সাংগঠনিক ভিত্তিকে আরও দৃঢ় করবে। উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. আজহারুল ইসলাম টুটুল বলেন, বিএনপি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের রাজনীতিতে বিশ্বাসী। তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির প্রতি জনগণের আস্থার প্রতিফলন হিসেবেই এই যোগদান।