মঙ্গলবার ● ১৩ জানুয়ারী ২০২৬

নেছারাবাদে ব্যবসায়ীকে ভুয়া ডিবি পরিচয়ে মারধর ও চাঁদা দাবি, থানায় মামলা

হোম পেজ » পিরোজপুর » নেছারাবাদে ব্যবসায়ীকে ভুয়া ডিবি পরিচয়ে মারধর ও চাঁদা দাবি, থানায় মামলা
মঙ্গলবার ● ১৩ জানুয়ারী ২০২৬


 

নেছারাবাদে ব্যবসায়ীকে ভুয়া ডিবি পরিচয়ে মারধর ও চাঁদা দাবি, থানায় মামলা

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর) 

পিরোজপুরের নেছারাবাদে এক পান ব্যবসায়ীকে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ভয়ভীতি প্রদর্শন, মারধর ও চাঁদা দাবির অভিযোগে দুইজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মামলার এজাহারে অভিযুক্তরা হলেন- সোহাগদল ইউনিয়নের বরছাকাঠি গ্রামের আব্দুল হালিমের ছেলে নুরুল আলম (৪৬) এবং আজাহার আলী বেপারীর ছেলে মো. আল আমিন বেপারী (৫০)। পুলিশ একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।

 

এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী সবুজ চন্দ্র হালদার গত ১২ জানুয়ারি সকালে পান ক্রয়ের উদ্দেশ্যে মোটরসাইকেলে বাটনাতলার দিকে যাচ্ছিলেন। পথে জাকির হোসেনের বাড়ির সামনে পৌঁছালে অভিযুক্তরা তাঁর গতিরোধ করে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয় এবং মাদক ব্যবসায়ী বলে অপবাদ দিয়ে একটি পলিথিনে মোড়ানো প্যাকেট থেকে ইয়াবা বের করে ভয় দেখায়। পরে তাঁকে জোরপূর্বক সেখানে আটকে রেখে বিভিন্ন মেয়াদের কারাদণ্ডের ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। একপর্যায়ে মোটরসাইকেল নিয়ে গিয়ে টাকা দিলে ফেরত দেওয়ার শর্ত আরোপ এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

 

পরবর্তীতে সুযোগ পেয়ে ভুক্তভোগী ৯৯৯-এ ফোন করলে নেছারাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে এবং অভিযুক্তের কাছ থেকে মোটরসাইকেল জব্দ করে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর নুরুল আলমকে গ্রেপ্তার করে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে। নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী হাসান জানান, অপর পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ২২:২৩:০৪ ● ৩৯ বার পঠিত