সোমবার ● ১২ জানুয়ারী ২০২৬
পটুয়াখালীতে গাঁজা সেবনের দায়ে একজন আটক
হোম পেজ » পটুয়াখালী » পটুয়াখালীতে গাঁজা সেবনের দায়ে একজন আটক

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী
পটুয়াখালী শহরের লঞ্চঘাট এলাকায় গাঁজা সেবনের দায়ে গৌতম চন্দ্র শীল (৫০) নামে একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। সোমবার (১২ জানুয়ারি) বিকেলে শহরের লঞ্চঘাট এলাকার কিসমত হোটেলের উত্তর পাশের একটি ফাঁকা জায়গা থেকে তাকে আটক করা হয়।
ডিএনসির অভিযানে তার কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটক গৌতম চন্দ্র শীল পটুয়াখালীর লাউকাঠি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(৫) ধারায় পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওজাতুন জান্নাতের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। প্রসিকিউশন দাখিল করেন ডিএনসির উপপরিদর্শক এস এম শাহীন পারভেজ।
বাংলাদেশ সময়: ২২:০২:২৬ ● ৪২ বার পঠিত
