সোমবার ● ১২ জানুয়ারী ২০২৬
বরগুনায় প্রাথমিক নিয়োগ পরীক্ষায় ডিভাইস কেলেঙ্কারি: সেই নারী রিমান্ডে
হোম পেজ » বরগুনা » বরগুনায় প্রাথমিক নিয়োগ পরীক্ষায় ডিভাইস কেলেঙ্কারি: সেই নারী রিমান্ডে

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বরগুনায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার হলে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের অভিযোগে আটক নারী ইয়ামনিকে রিমান্ডে দিয়েছে আদালত।
সোমবার (১২ জানুয়ারি) তদন্তকারী কর্মকর্তার আবেদনে বরগুনার অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: মনিরুজ্জামান এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বরগুনায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার হলে ইয়ামনি শুক্রবার (৯ জানুয়ারি) আটক হন। পরে কেন্দ্রে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বাদি হয়ে বরগুনা থানায় মামলা দায়ের করেন।
পুলিশ ও প্রশাসনের তথ্য অনুযায়ী, বরগুনা সরকারি কলেজ কেন্দ্রের ৩০২ নম্বর কক্ষে পরীক্ষার্থী অ্যাডভোকেট ইসমাইল হোসেন রাসেলের স্ত্রী ইয়ামনি এবং আইডিয়াল কলেজ কেন্দ্রের ১০৭ নম্বর কক্ষে রাসেল মিয়াকে আটক করা হয়। ইয়ামনির কাছ থেকে কমিউনিকেটিভ ইলেকট্রনিক ডিভাইস (মাস্টার কার্ড) ও কান থেকে একটি পিন ও সিম উদ্ধার করা হয়। রাসেলের কাছ থেকে একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেটের সন্দেহের ভিত্তিতে দেখা গেছে, ইয়ামনির পরীক্ষা দেওয়ার সময় তার গতিবিধি সন্দেহজনক ছিল- বারবার কানে হাত দেওয়া ও ফিসফিস করে কথা বলার কারণে। পাবলিক প্রসিকিউটর আলহাজ্ব মো: নুরুল আমীন বলেন, রিমান্ড মঞ্জুর হলে এই অপরাধে অন্যরা জড়িত কিনা তা তদন্তে বের হবে।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আলীম জানান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) থেকে প্রাপ্ত গোপন তথ্যের ভিত্তিতে পরীক্ষা কেন্দ্রগুলোতে নজরদারি বৃদ্ধি করা হয়েছিল।
বাদি ও কেন্দ্রে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী জানান, রাসেল মিয়া নামের পরীক্ষার্থীকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ইয়ামনির বিরুদ্ধে মামলা চলছে। বরগুনা জেলা প্রশাসক তাছলিমা বলেন, পরীক্ষা কেন্দ্রে ইলেকট্রনিক ডিভাইস ও স্মার্টফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ, এবং যারা এর সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৮:৫৫:২৪ ● ৫০ বার পঠিত
