শনিবার ● ১০ জানুয়ারী ২০২৬
সাংবাদিক জাহিদ রিপনের মাগফিরাতে মহিপুর প্রেসক্লাবের দোয়া মাহফিল
হোম পেজ » গণমাধ্যম » সাংবাদিক জাহিদ রিপনের মাগফিরাতে মহিপুর প্রেসক্লাবের দোয়া মাহফিল

সাগরকন্যা প্রতিবেদক, মহিপুর (পটুয়াখালী)
প্রথিতযশা সাংবাদিক ও মহিপুর প্রেসক্লাবের সভাপতি, সাগরকন্যা সম্পাদক জাহিদ রিপনের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) শেষ বিকেলে মহিপুর প্রেসক্লাবের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা তাঁকে সাহসী, নীতিবান ও আপসহীন সাংবাদিক হিসেবে স্মরণ করে বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে আজীবন সোচ্চার থাকা এই সাংবাদিকের অকাল প্রয়াণ উপকূলীয় অঞ্চলের জন্য অপূরণীয় ক্ষতি। দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, প্রেসক্লাবের বর্তমান ও সাবেক নেতারা উপস্থিত থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
বাংলাদেশ সময়: ২১:৩৪:০১ ● ৩১ বার পঠিত
