সোমবার ● ৫ জানুয়ারী ২০২৬
কুয়াকাটায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার, স্বামী আটক
হোম পেজ » লিড নিউজ » কুয়াকাটায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার, স্বামী আটক

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)
পটুয়াখালীর কুয়াকাটায় বসতঘর থেকে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে কুয়াকাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে একটি ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নিহত গৃহবধূ আরিফা আক্তার গৌরনদীর টরকী এলাকার খালেক হাওলাদারের মেয়ে। তিনি দীর্ঘদিন ধরে স্বামী রিফাতের সঙ্গে কুয়াকাটায় ছত্তার হাওলাদারের মালিকানাধীন একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন। ঘটনার পর প্রাথমিক সন্দেহভাজন হিসেবে স্বামী রিফাতকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করেছে এবং ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে লাশ পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
বাংলাদেশ সময়: ২৩:২৬:২৫ ● ১৩৮ বার পঠিত
