শনিবার ● ৩ জানুয়ারী ২০২৬
চালকসহ আহত ৮ বাগেরহাটে ট্রাকের ধাক্কায় বাস দুর্ঘটনা: সুপারভাইজার নিহত
হোম পেজ » খুলনা » চালকসহ আহত ৮ বাগেরহাটে ট্রাকের ধাক্কায় বাস দুর্ঘটনা: সুপারভাইজার নিহত

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটের ফকিরহাটে ট্রাকের ধাক্কায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। এ ঘটনায় বাসচালকসহ অন্তত আটজন আহত হয়েছে। শুক্রবার দিবাগত রাতে খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার পালেরহাট এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তি পরিবহন জিএস ট্রাভেলসের সুপারভাইজার মো. সেলিম শেখ (৪৫)। তিনি খুলনার লবণচরা থানার মোহাম্মদ নগর এলাকার মো. আইয়ুব আলী শেখের ছেলে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাসচালক মো. মুরাদ হোসেন (৪১) ও যাত্রী সোহাগ হাওলাদার (৪৪)। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আরও ছয়জন যাত্রী বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী বাসটি পারেরহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই সুপারভাইজার সেলিম শেখ নিহত হন। খবর পেয়ে ফকিরহাট ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়; পরে গুরুতর আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ফকিরহাট ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা শাহাজান মিয়া জানান, দুর্ঘটনায় বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে।
বাংলাদেশ সময়: ১৪:১৮:৫৪ ● ৩৯ বার পঠিত
