বৃহস্পতিবার ● ১ জানুয়ারী ২০২৬

পটুয়াখালী-৩ আসনে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল

হোম পেজ » পটুয়াখালী » পটুয়াখালী-৩ আসনে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল
বৃহস্পতিবার ● ১ জানুয়ারী ২০২৬


 

পটুয়াখালী-৩ আসনে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে জমা পড়া মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী প্রার্থীদের উপস্থিতিতে এ যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করেন।

যাচাই-বাছাই শেষে নুরুল হক নূর, শহীদুল ইসলাম ফাহিম, স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন, জামায়াতে ইসলামীর মু. শাহ আলম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আবু বক্কর সিদ্দিকীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। তবে স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান বাবু ও এস এম ফজলুল হকের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

পটুয়াখালী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় সংখ্যক সমর্থক ভোটারের স্বাক্ষর না থাকায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ফলে পটুয়াখালী-৩ আসনে মোট পাঁচজন প্রার্থী নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বাংলাদেশ সময়: ১৯:১০:১৬ ● ১৪৩ বার পঠিত