বুধবার ● ৩১ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার মৃত্যুতে কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামে শোকসভা

হোম পেজ » গণমাধ্যম » খালেদা জিয়ার মৃত্যুতে কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামে শোকসভা
বুধবার ● ৩১ ডিসেম্বর ২০২৫


 

খালেদা জিয়ার মৃত্যুতে কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামে শোকসভা

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় কলাপাড়ায় শোকসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে টেলিভিশন সাংবাদিক সংগঠনের উদ্যোগে। বুধবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ৭টায় কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামের হলরুমে এর আয়োজন করা হয়।

শোকসভায় কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সভাপতি মোহসীন পারভেজের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সুজন মৃধা, অর্থ সম্পাদক সৈয়দ মো. রাসেল, দপ্তর সম্পাদক মো. পারভেজ এবং কার্যনির্বাহী সদস্য জসীম পারভেজ, মিলন কর্মকার রাজু, ফরাজী মো. ইমরান ও মাসুদ তালুকদার।

এ সময় আরও উপস্থিত ছিলেন ফোরামের সহসভাপতি গৌতম চন্দ্র হালদার এবং কলাপাড়া সম্মিলিত নাগরিক অধিকার জোটের অর্থ সম্পাদক মাসুদ রানা।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক মো. ফোরকানুল ইসলাম। মোনাজাতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

বাংলাদেশ সময়: ২২:৫১:৪২ ● ২৮ বার পঠিত