বুধবার ● ৩১ ডিসেম্বর ২০২৫

কলাপাড়ার আ.লীগ নেতা বাবুল খানের জেলহাজতে মৃত্যু

হোম পেজ » লিড নিউজ » কলাপাড়ার আ.লীগ নেতা বাবুল খানের জেলহাজতে মৃত্যু
বুধবার ● ৩১ ডিসেম্বর ২০২৫


 

কলাপাড়ার আ.লীগ নেতা বাবুল খানের জেলহাজতে মৃত্যু

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের কলাপাড়া উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল আলম বাবুল খান (৫৫) জেলহাজতে অসুস্থ হয়ে মারা গেছেন। মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মরহুমের ছোট ভাই, মিঠাগঞ্জ ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো. বসির খান সাগরকন্যাকে জানিয়েছেন, প্রথম জানাজার নামাজ আজ বুধবার মাগরিবের পর কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় তেগাছিয়া গ্রামে দ্বিতীয় জানাজার নামাজ শেষে মরহুমকে নিজ বাড়িতে দাফন করা হবে।

গত ১৫ ডিসেম্বর, সোমবার সন্ধ্যায় কলাপাড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড থেকে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-টু অভিযানে কলাপাড়া থানার পুলিশ তাকে গ্রেফতার করে। এরপর থেকে তিনি জেলহাজতে ছিলেন। মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়, জানিয়েছে কারাসূত্র।

বাংলাদেশ সময়: ২১:২৪:৩৮ ● ১৪ বার পঠিত