মঙ্গলবার ● ৩০ ডিসেম্বর ২০২৫
বরগুনা সড়কে অবৈধ বালু পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধন
হোম পেজ » বরগুনা » বরগুনা সড়কে অবৈধ বালু পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধন

সাগরকন্যা প্রতিবেদন, বরগুনা
বরগুনা সদর উপজেলার পরীরখাল-বরগুনা সড়কে অবৈধ বালু পরিবহনের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে এ কর্মসূচি পালন করা হয়।
স্থান ছিল এম. বালিয়াতলী ইউনিয়নের পরীরখাল বাজারসংলগ্ন খালগোড়া এলাকা। ঘণ্টাব্যাপী মানববন্ধনে পরীরখালসহ আশপাশের গ্রামের বিপুলসংখ্যক নারী-পুরুষ অংশ নেন।
এলাকাবাসীর অভিযোগ, সরকারি ওয়াপদা সড়ক কেটে ভারী যানবাহনে নিয়মিত বালু পরিবহন করা হচ্ছে। এতে সড়কের বিভিন্ন অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে ওই সড়কে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়। অনেক সময় যান চলাচল প্রায় বন্ধ থাকে।
মানববন্ধনে বক্তারা বলেন, ভারী যানবাহনের অবাধ চলাচলে পাকা রাস্তা সম্পূর্ণ নষ্ট হয়েছে।
শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছেন। একাধিকবার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তারা অবিলম্বে অবৈধ বালু পরিবহন বন্ধের দাবি জানান।
ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের আহ্বান জানান।
দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিও তোলেন। দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন এলাকাবাসী।
বাংলাদেশ সময়: ১৯:২১:১২ ● ৬৯ বার পঠিত
