মঙ্গলবার ● ৩০ ডিসেম্বর ২০২৫
ইন্দুরকানীতে বিআরডিবির সুফলভোগীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ
হোম পেজ » পিরোজপুর » ইন্দুরকানীতে বিআরডিবির সুফলভোগীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ

সাগরকন্যা প্রতিবেদক, ইন্দুরকানী (পিরোজপুর)
পিরোজপুরের ইন্দুরকানীতে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) সুফলভোগী সদস্যদের জন্য দুই দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শেষ হয়েছে। প্রশিক্ষণ সোমবার (২৯ ডিসেম্বর) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শুরু হয়ে আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) শেষ হয়।প্রশিক্ষণে অংশগ্রহণ করেন বিআরডিবির বিভিন্ন প্রকল্পের ৪০ জন সুফলভোগী। এর মধ্যে ১৫ জন নারী এবং ২৫ জন পুরুষ সদস্য রয়েছেন।
সমাপনী দিনে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোঃ হাফিজুর রহমান, উপপরিচালক বিআরডিবি পিরোজপুর মোঃ নাজমুল আনোয়ার, উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হোসেন, অফিসার ইনচার্জ শামীম হাওলাদার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও ইউসিসিএর সভাপতি ফায়জুল কবির তালুকদার, মিথুন মিস্ত্রী, এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ও কোর্স পরিচালক।
বাংলাদেশ সময়: ১৮:৫৮:১৬ ● ৩৯ বার পঠিত
