সোমবার ● ২৯ ডিসেম্বর ২০২৫
কুয়াকাটায় ৩৮৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
হোম পেজ » কুয়াকাটা » কুয়াকাটায় ৩৮৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)
পটুয়াখালীর কুয়াকাটায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) পটুয়াখালী ‘খ’ সার্কেল সোমবার রাত সাড়ে ৭টার দিকে অভিযান চালিয়ে ৩৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে।
আটককৃতরা হলেন কুয়াকাটা পৌর বাস টার্মিনাল সংলগ্ন নয়াপাড়ার মো. আল মামুন খলিফা (৩৫) এবং কুয়াকাটা পৌরসভার কচ্ছপখালী এলাকার মো. ইসমাইল ঘরামী (২৫)। মাদক কারবারি মো. আল মামুন খলিফার বাসার সামনে থেকে তাদের আটক করা হয়েছে বলে অভিযানে অংশগ্রহণকারীরা জানিয়েছেন।
এ ঘটনায় সোমবার রাতেই ডিএনসি পটুয়াখালী ‘খ’ সার্কেলের উপ-পরিদর্শক মো. আকবর হোসেন বাদী হয়ে মহিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। এরপর তাদের মহিপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও সাগরকন্যাকে জানানো হয়।
বাংলাদেশ সময়: ২৩:৫৯:৪৬ ● ৫২ বার পঠিত
