সোমবার ● ২৯ ডিসেম্বর ২০২৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মঠবাড়িয়ায় ৭ প্রার্থীর মনোনয়নপত্র জমাদান
হোম পেজ » পিরোজপুর » ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মঠবাড়িয়ায় ৭ প্রার্থীর মনোনয়নপত্র জমাদান

সাগরকন্যা প্রতিবেদক, মঠবাড়িয়া (পিরোজপুর)
মঠবাড়িয়া উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর মনোনয়নপত্র বিক্রি ও জমার সময়সীমা মঙ্গলবার (২৯ ডিসেম্বর ২০২৫) বিকাল ৫টায় শেষ হয়েছে। উপজেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, উপজেলায় মোট ৯টি মনোনয়ন ফরম বিক্রি হলেও এর মধ্যে ৫টি মনোনয়নপত্র জমা পড়েছে।
জমা দেওয়া মনোনয়নপত্রে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীর অংশগ্রহণ দেখা গেছে, যা নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত বহন করছে। মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীরা হলেন- করিম শিকদার (বাংলাদেশ জাসদ), রুহুল আমীন দুলাল (বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি), তৌহিদুজ্জামান (স্বতন্ত্র), মো. শামীম হামিদী (জাতীয় নাগরিক পার্টি), মো. আ: জলিল শরীফ (বাংলাদেশ জামায়াতে ইসলামী)।
এছাড়া পিরোজপুরে ডাঃ মো. রুস্তম আলী ফরাজী (ইসলামী আন্দোলন বাংলাদেশ) ও মো. মাশরেকুল আজম রবি (জাতীয় পার্টি) মনোনয়নপত্র জমা দিয়েছেন।
অন্যদিকে, ‘নির্বাচন পাগল’ হিসেবে পরিচিত সুধীর বিশ্বাস নির্ধারিত সময়ের পর মনোনয়নপত্র জমা দিতে যাওয়ায় তাঁর কাগজপত্র গ্রহণ করা হয়নি। মঠবাড়িয়া উপজেলা প্রশাসনের মিডিয়া সেল জানায়, তিনি প্রয়োজনীয় কাগজপত্র বিকাল ৫টা ১২ মিনিটে জমা দিতে উপস্থিত হন, যা সময়সীমা অতিক্রান্ত হওয়ায় গ্রহণ করা হয়নি।
বিক্রি হওয়া বাকি ৩টি মনোনয়ন ফরম জমা দিতে নির্ধারিত সময়ের মধ্যে কেউ উপস্থিত হননি বলে উপজেলা প্রশাসন জানিয়েছে।
মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে উপজেলায় রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। প্রশাসন নিশ্চিত করেছে, নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০:৪৪:৩৯ ● ৩৮ বার পঠিত
