শুক্রবার ● ২৬ ডিসেম্বর ২০২৫

ঘন কুয়াশা ও তীব্র শীতে নাকাল কলাপাড়া কুয়াকাটার মানুষ

হোম পেজ » আবহাওয়া » ঘন কুয়াশা ও তীব্র শীতে নাকাল কলাপাড়া কুয়াকাটার মানুষ
শুক্রবার ● ২৬ ডিসেম্বর ২০২৫


 

ঘন কুয়াশা ও তীব্র শীতে নাকাল কলাপাড়া কুয়াকাটার মানুষ। ছবি- সংগৃহীত

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

কলাপাড়া ও কুয়াকাটা অঞ্চলে ঘন কুয়াশার সঙ্গে জেঁকে বসেছে তীব্র শীত। কুয়াশার ঘনত্ব এতটাই বেশি যে বেলা বাড়লেও গ্রামাঞ্চল ঢেকে থাকছে সাদা চাদরে। দেখা মিলছে না সূর্যের, দিনের বেলাতেও যানবাহন চলাচল করতে হচ্ছে হেডলাইট জ্বালিয়ে।

উত্তরের হিমেল বাতাসে শীতের তীব্রতা আরও বেড়েছে। আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টায় কলাপাড়ায় সর্বনিম্ন ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। কুয়াকাটা ও কলাপাড়ার বিভিন্ন এলাকায় কুয়াশার কারণে দৃষ্টিসীমা নেমে আসে ৫০ মিটারের নিচে।

তীব্র শীতের কারণে জনজীবন অনেকটাই স্থবির হয়ে পড়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও শ্রমজীবী মানুষ। শীত থেকে বাঁচতে অনেককে খড়কুটো ও জ্বালানি জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে।

এদিকে শীতের প্রকোপে কলাপাড়া ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের মধ্যে সর্দি, কাশি ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভিড় বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন ঘন কুয়াশা ও শীতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। এ অবস্থায় প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়া এবং শীতজনিত ঝুঁকি এড়াতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

বাংলাদেশ সময়: ১৪:৪১:৩৬ ● ২৬ বার পঠিত