বৃহস্পতিবার ● ২৫ ডিসেম্বর ২০২৫
গৌরনদীতে টেক্সটাইল ইনস্টিটিউট ও তাঁত বোর্ড পরিদর্শনে অতিরিক্ত সচিব
হোম পেজ » লিড নিউজ » গৌরনদীতে টেক্সটাইল ইনস্টিটিউট ও তাঁত বোর্ড পরিদর্শনে অতিরিক্ত সচিব

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুব্রত শিকদার বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে গৌরনদী টেক্সটাইল ইনস্টিটিউট এবং বাংলাদেশ তাঁত বোর্ড গৌরনদী শাখা পরিদর্শন করেছেন। মন্ত্রণালয়ের নিয়মিত প্রশাসনিক তদারকি ও উন্নয়নমূলক কার্যক্রমের অংশ হিসেবে এ পরিদর্শন অনুষ্ঠিত হয়।
পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠান দুটির একাডেমিক কার্যক্রম, প্রশিক্ষণ ব্যবস্থা, অবকাঠামোগত সুযোগ-সুবিধা, জনবল সংকট, শিক্ষার্থীদের উপস্থিতি এবং তাঁত শিল্পের মাঠপর্যায়ের বাস্তবতা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে সরাসরি কথা বলে চলমান কার্যক্রমের অগ্রগতি মূল্যায়ন করেন।
পরিদর্শন শেষে অতিরিক্ত সচিব বলেন, দেশের বস্ত্র ও তাঁত শিল্পের উন্নয়ন টেকসই করতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা অত্যন্ত জরুরি। টেক্সটাইল ইনস্টিটিউট ও তাঁত বোর্ডের মতো প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ও জনবান্ধব করে গড়ে তুলতে হবে। নিয়মিত তদারকি, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে এসব প্রতিষ্ঠানের সেবার মান বৃদ্ধি করা সম্ভব।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ নিশ্চিত করা এবং স্থানীয় তাঁতশিল্পীদের আধুনিক প্রযুক্তির সঙ্গে যুক্ত করাই সরকারের মূল লক্ষ্য। মাঠপর্যায়ের সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি খন্দকার শাহ আলম মঞ্জু, গৌরনদী টেক্সটাইল ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. মমিনুল হক, বাংলাদেশ তাঁত বোর্ড গৌরনদী শাখার লিয়াজোঁ অফিসার মো. তরিকুল ইসলাম, গৌরনদী প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মো. শামীম মীর, সাংবাদিক সোলায়মান তুহিনসহ অন্যান্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
পরিদর্শন শেষে অতিরিক্ত সচিব প্রতিষ্ঠানগুলোর সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং ভবিষ্যতে নিয়মিত তদারকি জোরদারের আশ্বাস দেন।
বাংলাদেশ সময়: ১৯:২৬:০১ ● ৫০ বার পঠিত
