বৃহস্পতিবার ● ২৫ ডিসেম্বর ২০২৫

বরগুনায় সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক এক মাসেও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি

হোম পেজ » গণমাধ্যম » বরগুনায় সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক এক মাসেও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি
বৃহস্পতিবার ● ২৫ ডিসেম্বর ২০২৫


বরগুনায় সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক এক মাসেও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননিসাগরকন্যা প্রতিবেদন, বরগুনা

বরগুনায় সড়ক দুর্ঘটনায় আহত এক সাংবাদিকের ডান পায়ের হাঁটু ভেঙে যাওয়ার এক মাস পার হলেও তিনি এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। জটিল অস্ত্রোপচারের পর চিকিৎসকের পরামর্শে তিনি বর্তমানে বিশ্রামে রয়েছেন।

চলতি বছরের ২৫ নভেম্বর সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে মোটরসাইকেলে যাতায়াতকালে বরগুনা সরকারি মহিলা কলেজের সামনে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন সাংবাদিক এম মজিবুল হক কিসলু। দুর্ঘটনায় তার ডান পায়ের হাঁটুর বাটি ভেঙে দুই টুকরো হয়ে যায়।

এম মজিবুল হক কিসলু দৈনিক যুগান্তর পত্রিকার বরগুনা জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি বরগুনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি।

দুর্ঘটনার পর প্রথমে তাকে বরগুনা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য একই দিন ঢাকার উত্তরা শহীদ আবুল মুনসুর আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়। ২৭ নভেম্বর তার হাঁটুতে জটিল অস্ত্রোপচার করা হয়। তবে এক মাস পেরিয়ে গেলেও এখনো পায়ের ব্যান্ডেজ খোলা হয়নি।

হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. ইসরার কামাল এবং ডা. সাকিফ রহমান জানান, অপারেশন সফল হয়েছে। হাঁটুর জয়েন্ট সম্পূর্ণ ভেঙে যাওয়ায় জটিল অস্ত্রোপচার করতে হয়েছে। তাকে অন্তত দুই মাস সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। এরপর ধীরে ধীরে ক্রাচের সাহায্যে চলাফেরা করতে পারবেন।

আহত সাংবাদিক এম মজিবুল হক কিসলু বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে ডান পায়ের হাঁটুর বাটি ভেঙে যায়। এখনো স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছি না। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আরও দুই মাস বিশ্রামে থাকতে হবে। সবার কাছে দোয়া কামনা করছি।

বাংলাদেশ সময়: ১৬:৪৫:২৬ ● ৫০ বার পঠিত