বুধবার ● ২৪ ডিসেম্বর ২০২৫

দশমিনায় বিভিন্ন আয়োজনে ইত্তেফাকের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

হোম পেজ » গণমাধ্যম » দশমিনায় বিভিন্ন আয়োজনে ইত্তেফাকের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বুধবার ● ২৪ ডিসেম্বর ২০২৫


 

দশমিনায় বিভিন্ন আয়োজনে ইত্তেফাকের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)

বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালী জেলার দশমিনায় দৈনিক ইত্তেফাক পত্রিকার ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টায় দশমিনা উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। পরে কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক সূচনা করা হয়।

সমকাল প্রতিনিধি রিপন কর্মকারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দৈনিক ইত্তেফাক পত্রিকার পটুয়াখালী দক্ষিণ প্রতিনিধি কামরুল ইসলাম সোহাগ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দশমিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসনাইন পারভেজ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাফর আহম্মেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুবেন্দু সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা সাহিন আহম্মেদ, বিআরডিপি কর্মকর্তা মো. আরিফুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. জেসমিন, উপজেলা তথ্য কর্মকর্তা মো. নাদিয়া আফরোজ, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোসা. মরিয়ম পারভিন, উপজেলা আইনজীবী সমিতির সভাপতি মো. খোরশেদ আলম এবং দশমিনা সরকারি কলেজের প্রভাষক আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন দৈনিক সংবাদের আহম্মেদ ইব্রাহিম অরবিল, খবর পত্রের ফয়েজ আহম্মেদ, নয়া দিগন্ত প্রতিনিধি সঞ্জয় ব্যানার্জী, মানবজমিন প্রতিনিধি সাফায়েত হোসেন, যুগান্তর প্রতিনিধি মামুন তানভির, আজকের পত্রিকার মো. বেল্লাল হোসেন, আমার দেশ প্রতিনিধি মো. আমিনুল ইসলাম, যুগান্তর দক্ষিণ প্রতিনিধি রাকিব হোসেন, মানবকণ্ঠের হাসান মোল্লা, জনকণ্ঠের আবু ইউসুফ সম্রাট, জবাবদিহির লিওন ও ভোরের ডাকের রাকিবুজ্জামান। এছাড়া বাউফল প্রেস ক্লাবের পক্ষে ইত্তেফাক সংবাদদাতা কৃষ্ণ কান্ত কর্মকার এবং প্রথম আলো প্রতিনিধি এবিএম মিজানুর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দৈনিক ইত্তেফাক বাংলা সাংবাদিকতার ইতিহাসে এক গৌরবময় অধ্যায়ের নাম। ১৯৫৩ সালের ২৪ ডিসেম্বর তফাজ্জল হোসেন মানিক মিয়ার নেতৃত্বে পত্রিকাটির যাত্রা শুরু হয়। দীর্ঘ ৭৩ বছর ধরে সত্য, সাহস ও গণমানুষের পক্ষে অবিচল অবস্থান নিয়ে ইত্তেফাক সংবাদ পরিবেশন করে আসছে।

বক্তারা আরও বলেন, দৈনিক ইত্তেফাক শুধু একটি সংবাদপত্র নয়, এটি একটি চেতনা ও আন্দোলনের নাম। স্বাধীনতা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং স্বাধীন বাংলাদেশের প্রতিটি গুরুত্বপূর্ণ সময়ে ইত্তেফাক সাহসী কণ্ঠস্বর হিসেবে ভূমিকা রেখেছে। ডিজিটাল যুগের নানা চ্যালেঞ্জ মোকাবিলা করেও পত্রিকাটি আজও পাঠকের আস্থা ও বিশ্বাস ধরে রেখেছে।

তাঁরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও দৈনিক ইত্তেফাক সত্য ও ন্যায়ের পথে অটল থেকে দেশ ও মানুষের পাশে থাকবে।

বাংলাদেশ সময়: ১৬:৫৫:৪১ ● ৫০ বার পঠিত