বুধবার ● ২৪ ডিসেম্বর ২০২৫

তারেক রহমানের দেশে ফেরা বরিশাল- ১ থেকে ১০ হাজার বিএনপি নেতা-কর্মীর যোগদান

হোম পেজ » বরিশাল » তারেক রহমানের দেশে ফেরা বরিশাল- ১ থেকে ১০ হাজার বিএনপি নেতা-কর্মীর যোগদান
বুধবার ● ২৪ ডিসেম্বর ২০২৫


 

বরিশাল- ১ থেকে ১০ হাজার বিএনপি নেতা-কর্মীর যোগদান

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে আয়োজিত সমাবেশে বরিশাল-১ আসন (গৌরনদী-আগৈলঝাড়া) থেকে প্রায় ১০ হাজার বিএনপি নেতা-কর্মী যোগদান করেছেন।

উপজেলা বিএনপির শীর্ষ নেতারা জানান, সমাবেশে অংশ নিতে আগৈলঝাড়া উপজেলা বিএনপির পক্ষ থেকে একাধিক বাস ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। পাশাপাশি অনেক নেতা-কর্মী ব্যক্তিগতভাবে মোটরসাইকেলে রওনা দেন। গৌরনদী, শিকারপুর ও বরিশাল থেকে লঞ্চযোগেও নেতা-কর্মীরা ঢাকার ৩০০ ফিট এলাকায় সমাবেশস্থলে উপস্থিত হন।

বরিশাল-১ আসন থেকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপনের নেতৃত্বে প্রায় পাঁচ হাজার নেতা-কর্মী সমাবেশে যোগ দিয়েছেন বলে জানান আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহাম্মেদ পান্না।

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন লাল্টু জানান, বিএনপির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমানের নেতৃত্বে বরিশাল-১ আসন থেকে আরও প্রায় তিন হাজার নেতা-কর্মী সমাবেশে অংশ নেন।

এছাড়া কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান জানান, তিনি প্রায় দুই হাজার নেতা-কর্মী নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন।

সব মিলিয়ে কেন্দ্রীয় বিএনপির তিন নেতার নেতৃত্বে বরিশাল-১ আসন থেকে প্রায় ১০ হাজার দলীয় নেতা-কর্মী এই সমাবেশে অংশ নেন।

উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর আগামীকাল (২৫ ডিসেম্বর) বৃহস্পতিবার সকালে বিমানযোগে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। এ উপলক্ষে বরিশাল-১ আসনের বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক আনন্দ, উল্লাস ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

বাংলাদেশ সময়: ১৫:১৪:৪২ ● ৩৩ বার পঠিত