রবিবার ● ২১ ডিসেম্বর ২০২৫
গলাচিপায় বৃদ্ধের গলিত লাশ উদ্ধার
হোম পেজ » পটুয়াখালী » গলাচিপায় বৃদ্ধের গলিত লাশ উদ্ধার
সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)
পটুয়াখালীর গলাচিপা পৌর এলাকার কলেজ রোড সংলগ্ন মুসলিমপাড়া থেকে মো. ইসমাইল বিশ্বাস নামে এক বৃদ্ধের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে গলাচিপা থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইসমাইল বিশ্বাস গলাচিপা পৌর এলাকার মুসলিমপাড়ায় একা বসবাস করতেন। তিনি পেশায় প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক। তার গ্রামের বাড়ি গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে। দীর্ঘদিন ধরে স্ত্রী ও সন্তানরা ভিন্ন স্থানে বসবাস করায় তিনি একাই ওই বাড়িতে থাকতেন।
আজ রবিবার সকালে তার বাসার বাথরুম থেকে পানি পড়ার শব্দ শুনতে পেয়ে প্রতিবেশীরা বিষয়টি পরিবারের সদস্যদের জানান। পরে পরিবারের লোকজন এসে ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পান। দরজা ভেঙে ঘরে ঢুকলে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এ সময় বাথরুমে পড়ে থাকা অবস্থায় ইসমাইল বিশ্বাসের মরদেহ দেখতে পান তারা। এরপর পুলিশে খবর দেওয়া হলে মরদেহ উদ্ধার করা হয়।
মৃতের স্ত্রী মজিয়া বেগম জানান, শুক্রবার তাঁর স্বামী মো. ইসমাইল বিশ্বাস গ্রামের বাড়ি থেকে গলাচিপার বাসায় আসেন। এরপর আর বাড়িতে ফেরেননি। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। গ্রামের বাড়িতে কৃষিকাজে ব্যস্ত থাকায় তিনি একা গলাচিপায় চলে আসেন। তিনি আরও জানান, ইসমাইল বিশ্বাস এর আগে তিনবার স্ট্রোক করেছিলেন। পরিবারের ধারণা, এবারও স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে গলাচিপা থানার এসআই তুষার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। ভেতর থেকে দুই দিকের দরজা বন্ধ ছিল। পরিবারের সদস্যরা দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। তাৎক্ষণিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।
বাংলাদেশ সময়: ১৯:১৪:৪৫ ● ৪৮ বার পঠিত
