রবিবার ● ২১ ডিসেম্বর ২০২৫

কলাপাড়ায় ছিনতাইয়ের কবলে পোশাককর্মচারী

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় ছিনতাইয়ের কবলে পোশাককর্মচারী
রবিবার ● ২১ ডিসেম্বর ২০২৫


 

কলাপাড়ায় ছিনতাইয়ের কবলে পোশাককর্মচারী, ছুরিকাঘাতে আহত

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরে ছিনতাইকারীর কবলে পড়ে ১৩ হাজার ৭’শ টাকা খোয়ানোর পাশাপাশি ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন এক পোশাককর্মচারী।

আহত ব্যক্তির নাম রাজিব পাইক। তিনি কলাপাড়া পৌর শহরের সোসাইটি সুপার মার্কেটের মন্ডল ফ্যাশনের কর্মচারী। কলাপাড়া পৌর শহরের চিংগড়িয়া এলাকার জগন্নাথ পাইকের ছেলে রাজিব শনিবার রাত সাড়ে ১০টার দিকে ছিনতাইয়ের কবলে পড়েন। রাজিব পাইক জানান, পৌর শহরের সিনেমা হল সংলগ্ন উপজেলা প্রশাসনের মাঠের পাশের এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় ৪ থেকে ৫ জন যুবক ধারালো অস্ত্র নিয়ে তাঁকে ঘিরে ধরে।

রাজিব পাইক বলেন, হঠাৎ কয়েকজন যুবক এসে আমাকে অস্ত্রের ভয় দেখিয়ে পকেট থেকে ১৩ হাজার ৭’শ টাকা ছিনিয়ে নেয়। বাধা দিতে গেলে ধারালো অস্ত্র দিয়ে বাম হাতে আঘাত করে। এরপর তারা দ্রুত পালিয়ে যায়।

ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা দ্রুত ঘটনার সঙ্গে জড়িত ছিনতাইকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

তবে কলাপাড়া থানার ওসি মোঃ রবিউল ইসলাম বলেন, ছিনতাইয়ের বিষয়ে কেউ অভিযোগ করেনি, অভিযোগ পেলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

বাংলাদেশ সময়: ১১:৪২:২২ ● ৬৩ বার পঠিত