শনিবার ● ২০ ডিসেম্বর ২০২৫
গৌরনদী-আগৈলঝাড়ায় পৃথক অভিযানে আ.লীগ ও যুবলীগ নেতা গ্রেপ্তার
হোম পেজ » বরিশাল » গৌরনদী-আগৈলঝাড়ায় পৃথক অভিযানে আ.লীগ ও যুবলীগ নেতা গ্রেপ্তার
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
আগৈলঝাড়া থানা পুলিশ সূত্র জানায়, বিশেষ অভিযানে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. আমিনুল ইসলাম তাজকে উপজেলার বাগধা ইউনিয়নের আমবৌলা গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে, গৌরনদী মডেল থানা পুলিশ বিশেষ অভিযানে উপজেলার বাটাজোর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য সুকুমার শিকারীকে গ্রেপ্তার করে। সুকুমার শিকারী ওই ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন।
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ তারিক হাসান রাসেল জানান, শুক্রবার রাতে ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে বাটাজোর এলাকা থেকে সুকুমার শিকারীকে গ্রেপ্তার করা হয়।
এমএইচ/এমআর
বাংলাদেশ সময়: ১৭:৪০:৫৬ ● ১৯৪ বার পঠিত
