শুক্রবার ● ১৯ ডিসেম্বর ২০২৫
নেছারাবাদে হাদী হত্যার প্রতিবাদে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ
হোম পেজ » পিরোজপুর » নেছারাবাদে হাদী হত্যার প্রতিবাদে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ
সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
নেছারাবাদে জুলাই যোদ্ধা ছাত্র সমাজের উদ্যোগে ওসমান হাদী হত্যার প্রতিবাদে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় নেছারাবাদ থানার সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ছাত্র সমাজ ও সাধারণ জনতা মশাল হাতে একটি মিছিল বের করে থানার সামনে এসে সমবেত হয়।
বিক্ষোভ সমাবেশে ছাত্র-জনতার প্রতিনিধিরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, ওসমান হাদী হত্যাকাণ্ড একটি নৃশংস ও পরিকল্পিত ঘটনা। দীর্ঘ সময় অতিবাহিত হলেও এ ঘটনায় জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তার না করায় জনমনে চরম ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
বক্তারা অবিলম্বে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত সম্পন্ন করে জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করেন তারা।
বিক্ষোভ সমাবেশ শেষে হত্যার বিচার দাবি করে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা। পরে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়।
আরএ/এমআর
বাংলাদেশ সময়: ২০:২৯:১৮ ● ২৯ বার পঠিত
