সর্বশেষ
পটুয়াখালীর মহিপুরে আ.লীগ নেতার পক্ষে স্বেচ্ছাসেবক নেতার ওপর হামলা যুবদল নেতার! নেছারাবাদে ছারছীনা দরবার শরীফ কোরআন-সুন্নাহর আলোকে জীবনে শান্তির নিশ্চয়তা নির্বাচনে প্রার্থী ও ভোটারের নিরাপত্তা নিশ্চিতের দাবি জামায়াত নেতা বুলবুলের এসপিকে দেওয়া মুচলেকাও উপেক্ষিত বরগুনায় ভূমি দস্যুরা কৃষকের ধান কেটে নিয়েছে কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামে মহান বিজয় দিবসের আলোচনা সভা বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে কলাপাড়ায় কৃষি বিভাগের ব্যতিক্রমী আয়োজন গৌরনদীতে পাসপোর্ট করতে গিয়ে নিখোঁজের দুইদিনেও সন্ধান মেলেনি যুবকের বিজয় দিবসের মেলা মির্জাগঞ্জে কৃষকদের বিষমুক্ত সবজির হাটে দারুণ সাড়া

বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে কলাপাড়ায় কৃষি বিভাগের ব্যতিক্রমী আয়োজন

হোম পেজ » মুক্তিযুদ্ধ » বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে কলাপাড়ায় কৃষি বিভাগের ব্যতিক্রমী আয়োজন
বুধবার ● ১৭ ডিসেম্বর ২০২৫


 

বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে  কলাপাড়ায় কৃষি বিভাগের ব্যতিক্রমী আয়োজন

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় মহান বিজয় দিবসে ছিল উপজেলা কৃষি বিভাগের ব্যতিক্রমী আয়োজন, যা স্থানীয়দের নজর কেড়েছে। উপজেলা কৃষি অফিসের সামনে মঙ্গলবার দিনভর এই বিশেষ উপস্থাপনা দেখতে শত শত মানুষ ভিড় করেন। দেশের কৃষি খাতকে সমৃদ্ধ করা এবং জনসাধারণকে কৃষি কাজে আগ্রহী করে তোলার উদ্দেশ্যে এই উদ্যোগকে সুশীল সমাজের প্রতিনিধিরা প্রশংসা করেছেন।

মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাউছার হামিদ। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক, উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচীর সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এম. মোকছেদুল আলম, সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মো. জসিমসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।

কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরাফাত হোসেন জানান, মহান বিজয় দিবসের বিশেষ আয়োজনের অংশ হিসেবে দেশের বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে কৃষি মেলায় সবজি ও ফল দিয়ে দেশের মানচিত্র ফুটিয়ে তোলা হয়েছে। নদী ও খাল ব্যবহার করে দেশ মাতৃকাকে দৃশ্যমান করা হয়েছে। বীর সন্তানদের সম্মান জানাতে রঙিন ফলের চাক ব্যবহার করা হয়েছে। এছাড়া মেলায় দেশের উৎপাদিত সকল ধরনের ফল, সবজি ও তরকারি প্রদর্শিত হয়েছে।

আরাফাত হোসেন আরও বলেন, আমাদের দেশ কৃষি নির্ভর। কৃষি বাঁচলে দেশ বাঁচবে। কৃষকের পাশাপাশি বেকার যুবদের কৃষিতে আগ্রহী করে তুলতে আমাদের এই ক্ষুদ্র আয়োজন। এতে যদি একজন লোকও কৃষিতে যুক্ত হয়, তবে আমাদের প্রচেষ্টা সফল হবে।

বাংলাদেশ সময়: ১৫:৩৮:১৩ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ