মঙ্গলবার ● ১৬ ডিসেম্বর ২০২৫

বরগুনায় পরকীয়ার জেরে প্রবাসী স্বামীকে হত্যা; আটক-২

হোম পেজ » বরগুনা » বরগুনায় পরকীয়ার জেরে প্রবাসী স্বামীকে হত্যা; আটক-২
মঙ্গলবার ● ১৬ ডিসেম্বর ২০২৫


বরগুনায় পরকীয়ার জেরে প্রবাসী স্বামীকে হত্যা; আটক-২

সাগরকন্যা প্রতিবেদন,বরগুনা
পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রীর পরকীয়া প্রেমিক ও স্ত্রী প্রবাসি স্বামীকে গলা টিপে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এ হত্যা কান্ডে জড়িত নিহত প্রবাসির স্ত্রী ও তার প্রেমিক আল আমীনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দু’জনই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
রবিবার (১৪ ডিসেম্বর) বিকেলে বরগুনা জেলার বামনা উপজেলার ঘোপখালী গ্রামে নিহত আব্দুল জলিলের নিজ বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে।

জানা যায়, নিহত জলিল দীর্ঘদিন প্রবাসে ছিলেন। প্রায় পাঁচ বছর ধরে একই এলাকার আবু খতিবের ছেলে আলামিন নিহতের বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। এ সময় তাঁর সঙ্গে নাজমা বেগমের পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। ১৫ দিন আগে জলিল প্রবাস থেকে বাড়িতে ফিরে স্ত্রীর সম্পর্কের বিষয়টি জানতে পারেন। স্ত্রী নাজমা (৩৫) কে জিজ্ঞাসা করলে সে অস্বীকার করেন। এ বিষয় স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়। গৃহকর্মি আল আমীনকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় জলিল। এতেও স্ত্রী নাজমা বাধা দেয়। ধীরে ধীরে জলিলের মনে সন্দেহ আরও তীব্র হতে থাকে। স্ত্রী নাজমা বুঝতে পেরেছে তার স্বামী বিষয়টি জেনেছে। শেষ রক্ষা হবে না। তাই নাজমা ও আল আমীন পরিকল্পিত ভাবে জলিলকে হত্যার পরিকল্পনা করে। এরই ধারাবাহিকতায়
রোববার বিকেলে নাজমা ও গৃহকর্মী আল আমীন মিলে ঘুমন্ত অবস্থায় জলিলকে গলা টিপে হত্যা করেন। স্থানীয়রা মনে করেছে জলিল স্ট্রোক করে মারা গেছে। স্থানীয় মিলন বলেন, আমার আগে থেকে সন্দেহ হয়েছে। তা ছাড়া আল আমীনকে বিকালে বাড়িতে ঢুকতে দেখেছি। জলিল যখন বিদেশে ছিল তখন নাজমা ও আল আমীনের সম্পর্ক সবাই জানতেন। আমরা পুলিশকে সংবাদ দেই। পরে পুলিশ রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মরদেহ উদ্ধার করে বামনা থানায় নিয়ে যায়। সোমবার (১৫ ডিসেম্বর) সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুন বলেন, ‘হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিহতের স্ত্রী ও তাঁর পরকীয়া প্রেমিককে তাৎক্ষণিক ভাবে আমরা আটক করি। প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদে তাঁরা দুজনই হত্যার দায় স্বীকার করেছেন। এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ৭:২০:১৪ ● ১১২ বার পঠিত