সোমবার ● ৮ ডিসেম্বর ২০২৫

পটুয়াখালী-৩ আসনে জনগণের সিদ্ধান্তই চূড়ান্ত–হাসান মামুন

হোম পেজ » পটুয়াখালী » পটুয়াখালী-৩ আসনে জনগণের সিদ্ধান্তই চূড়ান্ত–হাসান মামুন
সোমবার ● ৮ ডিসেম্বর ২০২৫


পটুয়াখালী-৩ আসনে জনগণের সিদ্ধান্তই চুড়ান্ত সিদ্ধান্ত-হাসান মামুন

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)

মনোনয় সংক্রান্ত বিষয়ে কেন্দ্র যে সিদ্ধান্ত নেউক না কেন পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের সাধারণ জনগণ যে সিদ্ধান্ত নেবে সেটাই  চূড়ান্ত বলে গণ্য হবে।
বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভোগমুক্তি ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে-দশমিনা উপজেলার রণগোপালদী ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিশাল জনসভা ও দোয়া মিলাদ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পটুয়াখালী-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী হাসান মামুন এসব কথা বলেন।
সোমবার বিকাল সাড়ে ৪ টায় অউলিয়াপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ জনসভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়। রনগোপালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো হেমায়েত হোসেন হাওলাদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আনোয়ার হোসেন চৌকিদারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন-জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের মনোনয়ন প্রত্যাশী হাসান মামুন।বিশেষ অতিথি ছিলেন-উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট খোরশেদ আলম, সাধারন সম্পাদক শাহ আলম শানু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফকরুজ্জামান বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান পঞ্চায়েত, সাংগঠনিক সম্পাদক বেল্লাল হোসেন মৃধা, যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট এনামুল হক রতন, সদস্য সচিব শামিম খান,  উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক যোবায়ের হোসেন আক্কাস, উপজেলা ছাত্র দলের সভাপতি কাজী তানজিদ আহমেদ রিডেন ও কলেজ ছাত্রদলের সভাপতি হাসান জিদনি সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সমর্থক অংশ নেন।
শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত ও গীতা থেক পাঠ দিয়ে জনসভা ও দোয়া মিলাদ এর শুরু হয়। পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মোনাজ করা হয়।

এসবি/এমআর

বাংলাদেশ সময়: ২৩:৩৫:৪৪ ● ৩২ বার পঠিত