মঙ্গলবার ● ২ ডিসেম্বর ২০২৫
সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: গোপালগঞ্জে দুই ব্যক্তি আটক
হোম পেজ » গণমাধ্যম » সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: গোপালগঞ্জে দুই ব্যক্তি আটক
![]()
সাগরকন্যা প্রতিবেদক, গোপালগঞ্জ
গোপালগঞ্জে সাংবাদিক পরিচয় ব্যবহার করে ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় মেজর জুবেন ওয়াহির নেতৃত্বে সেনা সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
সেনা সূত্র জানায়, ঘোনাপাড়া এলাকার বেকারি, মিষ্টির দোকান ও রেস্টুরেন্ট মালিকদের কাছ থেকে সম্প্রতি একাধিক অভিযোগ আসে। অভিযোগে বলা হয়, দুই ব্যক্তি নিজেদের জাতীয় পর্যায়ের সাংবাদিক পরিচয় দিয়ে দোকানের কথিত অনিয়মের কথা তুলে ধরে নিয়মিত চাঁদা আদায় করতেন। বিষয়টি নজরে এলে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। পরে অভিযান চালিয়ে দু’জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন টুঙ্গিপাড়া উপজেলার চর বয়রা গ্রামের বালা শেখের ছেলে আব্দুল হাকিম শেখ এবং নিলফা গ্রামের সোলায়মান শেখের ছেলে মনিরুল ইসলাম। জানা গেছে, আব্দুল হাকিম শেখ টুঙ্গিপাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি ও মনিরুল ইসলাম একই প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করে আসছেন।
সেনাবাহিনী জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে সাংবাদিক পরিচয়যুক্ত আইডি কার্ড, দুটি মোবাইল ফোন এবং চাঁদাবাজির মাধ্যমে আদায়কৃত ৪ হাজার ৬২০ টাকা জব্দ করা হয়েছে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাদের গোপালগঞ্জ সদর আর্মি ক্যাম্পে নেওয়া হয়। এরপর আইনানুগ প্রক্রিয়ার অংশ হিসেবে গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন ধরে এ দুই ব্যক্তি বিভিন্নভাবে তাদের হয়রানি করছিলেন। বিষয়টি জানানো হলে দ্রুত অভিযান পরিচালনা করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, পরিচয়ের অপব্যবহার করে চাঁদাবাজি ও প্রতারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৮:০৮:০৭ ● ৩৭ বার পঠিত
