
সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
সহকারী শিক্ষক পদটি বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্তিসহ চার দফা দাবিতে সরকারের সাড়া না পেয়ে কঠোর আন্দোলনে নেমেছেন সারা দেশের ন্যায় পিরোজপুর জেলার সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর শিক্ষকরা। তাদের লাগাতার কর্মবিরতির কারণে স্থগিত হয়েছে চলমান বার্ষিক পরীক্ষা।
শিক্ষকরা জানান, সোমবার (১ ডিসেম্বর) থেকে পূর্ণ দিবস কর্মবিরতি কার্যক্রম শুরু হয়েছে। ফলে জেলার বিভিন্ন বিদ্যালয়ে সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।
কাউখালী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম বলেন, সরকার যদি তাঁদের দাবি পূরণ করে, তাহলে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার অবশিষ্ট পরীক্ষাগুলো নেওয়া হবে এবং ডিসেম্বরের মধ্যেই ফলাফল প্রকাশ করা হবে। কিন্তু দাবি পূরণ না হলে কর্মবিরতি চলবে।
পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রেজাউল করিম বলেন, আমাদের কর্মসূচির কারণে বিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থী ও অভিভাবক মহলের কাছে আমরা গভীর দুঃখ প্রকাশ করছি। সরকার যদি আমাদের চার দফা দাবি দ্রুত বাস্তবায়ন করে, তাহলে আমরা সমন্বয় করে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনব।
কাউখালী সরকারি এস বি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী জান্নাতীর ভাষ্য, গত ২০ নভেম্বর থেকে পরীক্ষা শুরু হয়েছে। আজ সোমবার সকালে পরীক্ষায় অংশ নিতে স্কুলে এলেও শিক্ষকদের আন্দোলনের কারণে পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। তাই কোন পরীক্ষা না দিয়েই বাড়ি ফিরে যেতে হয়েছে।