আমতলীতে থানায় অভিযোগ করে বিপাকে নারী!

হোম পেজ » লিড নিউজ » আমতলীতে থানায় অভিযোগ করে বিপাকে নারী!
বুধবার ● ২৬ নভেম্বর ২০২৫


আমতলীতে থানায় অভিযোগ করে বিপাকে নারী!

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

আমতলীতে থানায় অভিযোগ করার পর নাসিমা বেগম নামে এক নারী নিরাপত্তাহীনতায় ভুগছেন। স্থানীয় নারী নেত্রী মাহমুদা আক্তার হেপি তাকে অভিযোগ তুলে নিতে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন তিনি।

নাসিমা জানান, বোনের ছেলে মহসিনের কাছে ৫০ হাজার টাকা ও পৌনে এক ভরি গহনা পাওনা ছিলেন। সোমবার দেনা চাইতে গেলে মহসিন ও তার আত্মীয়রা তাকে মারধর করে। আহত অবস্থায় হাসপাতালেও ভর্তি হতে দেননি হেপি ও জুয়েল আজাদ নামে এক বিএনপি নেতা।

বাঁধার মুখে চিকিৎসা না পেয়ে তিনি থানায় অভিযোগ করেন। কিন্তু অভিযোগ দেয়ায় আরও হুমকি পাচ্ছেন বলে দাবি করেন নাসিমা। তিনি বলেন, হেপি আমাকে অভিযোগ তুলতে বলছে। না মানলে প্রাণনাশের হুমকি দিচ্ছে। ভয়ে বাড়ি ছাড়া।

অভিযোগ অস্বীকার করে মাহমুদা আক্তার হেপি বলেন, উভয়পক্ষকে মীমাংসার চেষ্টা করেছি। উপজেলা মহিলা দলের আহ্বায়ক মীরা খান জানান, হেপি দলের কোনো পদে নেই।

আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, অভিযোগ পেয়েছেন। প্রাণনাশের হুমকির বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ১৪:০৫:৩২ ● ১১৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ