বুধবার ● ২৬ নভেম্বর ২০২৫
মির্জাগঞ্জে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত
হোম পেজ » পটুয়াখালী » মির্জাগঞ্জে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত
সাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ (পটুয়াখালী)
দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি,প্রাণী সম্পদের উন্নতি এ প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর মির্জাগঞ্জে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সকাল এগারোটায় উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে হাসপাতাল মাঠ প্রাঙ্গনে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মোঃ আলাউদ্দিন মাসুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তরিকুল ইসলাম। কম্পিউটার অপারেটর মোঃ আবু সালেহ এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আবদুল আল মামুন,উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আহসান উল্লাহ পিন্টু, যুগ্ন-সম্পাদক মোঃ হারুন অর রশিদ মুন্সী, মির্জাগঞ্জ থানার ওসি (তদন্ত) খান মোঃ নুরুলহক,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মোঃ নাশির উদ্দীন হাওলাদার, খামারী মোঃ গোলাম কবির সিকদার ও তরুন উদ্যাক্তা মোঃ সাইফুল ইসলাম সিয়াম(ন্যাভাই) প্রমূখ। প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন এলাকার ৩০টি ষ্টল অংশ নেয়। অনুষ্ঠান শেষে সেরা খামারিদের পুরস্কার বিতরণ করা হয়।
ইউজি/এমআর
বাংলাদেশ সময়: ১৪:১৬:৫৮ ● ২১ বার পঠিত
