রবিবার ● ২৩ নভেম্বর ২০২৫
অ্যান্টিবায়োটিকের অপব্যবহার: কুয়াকাটার আলীপুরে র্যালি ও সভা
হোম পেজ » কুয়াকাটা » অ্যান্টিবায়োটিকের অপব্যবহার: কুয়াকাটার আলীপুরে র্যালি ও সভা
সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)
বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উপলক্ষে পটুয়াখালীর আলীপুরে র্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে জেলা ঔষধ প্রশাসন। এ উপলক্ষ্যে রবিবার বিকেলে আলীপুর বন্দরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এরপর মহিপুর থানা ড্রাগ এন্ড ক্যামিস্ট এসোসিয়েশন কার্যালয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী জেলা ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক শিকদার কামরুল ইসলাম।
সভায় বলা হয়, এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি প্রধান ও বৈশ্বিক স্বাস্থ্য হুমকি হিসেবে দেখা দিয়েছে। চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক ব্যবহার বা বিক্রি স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এতে ওষুধের কার্যকারিতা কমে যাওয়ার পাশাপাশি মানবদেহে রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পাচ্ছে।
সভায় মহিপুর থানা ড্রাগ এন্ড ক্যামিস্ট এসোসিয়েশনের সভাপতি হাজী মো. মহিববুল্লাহ মুসুল্লি বলেন, অ্যান্টিবায়োটিকের অযথা ও অতিরিক্ত ব্যবহারের কারণে বিশ্বব্যাপী অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বাড়ছে, যা জনস্বাস্থ্যের জন্য এক গুরুতর হুমকি। এ পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার বা বিক্রি না করার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।
বক্তারা আরও উল্লেখ করেন, ফার্মেসি মালিকরা যদি রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক ওষুধ বিক্রি বন্ধ করেন এবং সাধারণ জনগণও প্রেসক্রিপশন ছাড়া এসব ওষুধ না কেনেন, তাহলে ঝুঁকি অনেকটাই কমে আসবে।
প্রধান অতিথি বলেন, এ বছরের প্রতিপাদ্য এখনই সচেতনতা গড়ে তুলুন, বর্তমানকে রক্ষা করুন এবং ভবিষ্যতকে নিরাপদ রাখুন- এর আলোকে সপ্তাহজুড়ে আরও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে। এর উদ্দেশ্য জনসচেতনতা বৃদ্ধি এবং সঠিক ও নিরাপদ ওষুধ ব্যবহারের প্রচার।
এমবি/এমআর
বাংলাদেশ সময়: ১৯:৩৮:৩২ ● ৮৭ বার পঠিত
