সর্বশেষ
বরগুনায় প্রাথমিক নিয়োগ পরীক্ষায় ডিভাইস কেলেঙ্কারি: সেই নারী রিমান্ডে মঠবাড়িয়ায় ব্যক্তিগত অর্থায়নে দুই ব্রিজ, স্বস্তি ১০ হাজার মানুষের পরকিয়ার জেরে স্ত্রীর মৃত্যু আমতলীতে আত্মহত্যা হিসেবে চালানোর অভিযোগ হত্যা মামলায় বাদীকে হুমকি দেওয়ার অভিযোগ, আমতলীতে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ খতিয়ে দেখবেন ইউএনও আগৈলঝাড়ায় অফিস সময়েও প্রবেশ বন্ধ, কক্ষে বসেই কাজের অভিযোগ মির্জাগঞ্জে ইয়াতিম শিক্ষার্থীদের মাঝে ইউসিবি ব্যাংকের কম্বল বিতরণ মাদক সেবনের ভিডিও ভাইরাল দশমিনায় আতঙ্কে অভিভাবক; প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন মানববন্ধন ভুক্তভোগীদের গোপালগঞ্জে এনজিওর নামে ২ কোটি টাকা লোপাট

ইন্দুরকানীতে ১৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

হোম পেজ » পিরোজপুর » ইন্দুরকানীতে ১৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
রবিবার ● ২৩ নভেম্বর ২০২৫


ইন্দুরকানীতে ১৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সাগরকন্যা প্রতিবেদক, ইন্দুরকানি (পিরোজপুর)

পিরোজপুরের ইন্দুরকানীতে ১৩ কেজি গাঁজাসহ মো. মাহাবুব ওরফে বাবু (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে পশ্চিম বালিপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত মাহাবুব মোড়েলগঞ্জ উপজেলার খারাইখালী গ্রামের মৃত ইছাহক মোল্লার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফেনী থেকে একটি পিক-আপযোগে গাঁজা ইন্দুরকানীর দিকে আনা হচ্ছিল। বিষয়টি জানতে পেরে স্থানীয় সাংবাদিকরা পিকআপটি থামিয়ে পুলিশকে খবর দেন। এ সময় মাহাবুব গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করে এবং ইন্দুরকানী-চন্ডিপুর মহাসড়কের পাশের করবস্থানে পলিথিনে মোড়ানো ১৩ কেজি গাঁজা ফেলে দেয়। পরে পুলিশ অভিযান চালিয়ে পশ্চিম বালিপাড়া এলাকা থেকে পিকআপসহ তাকে গ্রেফতার করে।

ইন্দুরকানী থানার ওসি মো. আহসান কবির  বলেন, স্থানীয় সাংবাদিকদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ঘটনাটির বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


এসকে/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৩৩:১০ ● ১৭১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ