শুক্রবার ● ২১ নভেম্বর ২০২৫
কুয়াকাটায় হোটেল পৌষিকে ১০ হাজার টাকা জরিমানা
হোম পেজ » কুয়াকাটা » কুয়াকাটায় হোটেল পৌষিকে ১০ হাজার টাকা জরিমানা
সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ এবং রেস্টুরেন্ট পরিচালনার প্রয়োজনীয় কাগজপত্র না থাকার কারণে কুয়াকাটার হোটেল পৌষি রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনা করা হয় শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সারমিন বেগমের নেতৃত্বে।
অভিযানে কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেকও উপস্থিত ছিলেন। এসময় কুয়াকাটার আরও কয়েকটি হোটেল-রেস্টুরেন্ট পরিদর্শন করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সারমিন বেগম সাগরকন্যাকে জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চালিয়ে যাওয়া হবে।
এদিকে স্থানীয়রা দাবি করেছেন, পর্যটন কেন্দ্র কুয়াকাটায় পর্যটকদের নিরাপদ খাবার নিশ্চিত করতে নজরদারি আরও বৃদ্ধি করা প্রয়োজন।
এমই/এমআর
বাংলাদেশ সময়: ২০:২৯:৪৮ ● ৮০ বার পঠিত
