বৃহস্পতিবার ● ২০ নভেম্বর ২০২৫

পুলিশসহ ৩ জনকে গ্রেফতারে আদেশ বরগুনায় জাল দলিল দিয়ে জমি দখল: হাজত-৯

হোম পেজ » লিড নিউজ » পুলিশসহ ৩ জনকে গ্রেফতারে আদেশ বরগুনায় জাল দলিল দিয়ে জমি দখল: হাজত-৯
বৃহস্পতিবার ● ২০ নভেম্বর ২০২৫


প্রতীকী চিত্র

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

জাল দলিল তৈরি করে জমি দখল করার অভিযোগে ৯ জন আসামীর জামিন আবেদন নাকচ করে তাদের জেল হাজতে প্রেরণ এবং এক পুলিশ কর্মকর্তাসহ তিনজনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানার নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার বরগুনার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: মনিরুজ্জামান এ আদেশ দেন।

হাজতী আসামীরা হলো মো: খোকন মাল, স্বপন মাল, মিলন মাল, আইউব আলী, মো: জাহাঙ্গীর, মো: রুস্তম আলী, মো: আলমগীর, মো: জামাল মোল্লা ও মো: কামাল মোল্লা।

গ্রেফতারী পরোয়ানার নির্দেশ প্রাপ্তরা হলো পুলিশ কর্মকর্তা মো: জহিরুল ইসলাম কামাল (কুষ্টিয়ার রেলওয়ে থানায় কর্মরত), সেলিম মোল্লা ও শাহজাহান শরীফ।

বাদি মোশাররফ হোসেন জানান, আসামীরা জালিয়াতি দলের সদস্য। তাঁর পূর্ব ওয়ারিশগণ ১৯৬১/১৯৬২ সালে ৫৩১৩ K সার্টিফিকেট অনুযায়ী নিলাম ক্রয়ের মাধ্যমে ১৬ একর ১১ শতাংশ জমির মালিক ছিলেন। পূর্ব ওয়ারিশদের মৃত্যুর পর জমি বাদি পক্ষের কাছে গেছে।

আসামী খোকন মাল ২০২১ সালের ২৫ নভেম্বর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে জমি দখলের জন্য মামলা করেন। ওই মামলায় আসামীপক্ষ তাঁদের পিতার নামে নিলাম ক্রয়ের দলিল দাখিল করেন। তবে দলিলগুলো ছিল জাল।

বাদি মোশাররফ হোসেন বলেন, দাখিলকৃত দলিলের সই ও মোহর কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। আমরা ৪৬ বছর জমি ভোগ করেছি। হঠাৎ আসামীরা জাল দলিল আদালতে দাখিল করে জমির মালিকানা দাবি করেছে।

পুলিশ কর্মকর্তাসহ ১২ জন আসামী ইতিপূর্বে হাজির হয়ে জামিনে ছিলেন। বৃহস্পতিবার আদালতে পুলিশ কর্মকর্তা মো: জহিরুল ইসলাম কামাল, সেলিম মোল্লা ও শাহজাহান শরীফ হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়।

বাদি পক্ষের আইনজীবী মো: মাসুদ খান বলেন, ৪৬ বছর জমি ভোগ করার পর ২০২১ সালে আসামীরা জাল দলিল দিয়ে জমির মালিকানা দাবি করে ধান কেটে নিয়েছে। তাদের ভাই পুলিশ কর্মকর্তা ক্ষমতা ব্যবহার করে জমি জোরপূর্বক দখলের চেষ্টা করেছেন।

আসামীদের আইনজীবী মো: নিজাম উদ্দিন বলেন, মামলাটি আইনত অচল। এটি পটুয়াখালী জেলার কলাপাড়া আদালতে দাখিল করা উচিত ছিল। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা চলানো হয়নি। ৯ জন হাজতে আছেন। জামিন না হলে উচ্চ আদালতে আবেদন করব।

বাংলাদেশ সময়: ২১:৩০:৪৮ ● ২৮২ বার পঠিত