বৃহস্পতিবার ● ২০ নভেম্বর ২০২৫

গৌরনদী মডেল থানার সাব-ইন্সপেক্টর জেলায় শ্রেষ্ঠ নির্বাচিত

হোম পেজ » বরিশাল » গৌরনদী মডেল থানার সাব-ইন্সপেক্টর জেলায় শ্রেষ্ঠ নির্বাচিত
বৃহস্পতিবার ● ২০ নভেম্বর ২০২৫


গৌরনদী মডেল থানার সাব-ইন্সপেক্টর জেলায় শ্রেষ্ঠ নির্বাচিত

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

সামগ্রিক কর্মদক্ষতা, সততা ও পেশাগত সফলতার ভিত্তিতে গৌরনদী মডেল থানায় কর্মরত উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলামকে বরিশাল জেলার শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর হিসেবে মনোনীত করা হয়েছে। চলতি বছরের সেপ্টেম্বর মাসের সাফল্যের স্বীকৃতি হিসেবে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এ ঘোষণা দেওয়া হয়।

এ উপলক্ষে বরিশাল জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দীনের পক্ষে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন গৌরনদী-আগৈলঝাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার শারমিন সুলতানা রাখি এবং গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম।

পুলিশের দায়িত্ব, নিষ্ঠা ও সেবামুখী কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা প্রদান করা হয় বলে জেলা পুলিশ সূত্রে জানা গেছে। অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা এসআই সাইফুল ইসলামের এ অর্জনকে গৌরনদী মডেল থানার জন্য গর্বের বলে উল্লেখ করেন এবং ভবিষ্যতে আরও উন্নত সেবা প্রদানের প্রত্যাশা ব্যক্ত করেন।

উপ-পরিদর্শক মো. সাইফুল ইসলামকে সম্মাননা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৪:০৩:৫৫ ● ২৬৩ বার পঠিত