মঙ্গলবার ● ১৮ নভেম্বর ২০২৫
কুয়াকাটায় অবৈধ ড্রেজারে বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা
হোম পেজ » কুয়াকাটা » কুয়াকাটায় অবৈধ ড্রেজারে বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা
সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)
পটুয়াখালীর কুয়াকাটায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে ইমরান গাজী নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টায় কুয়াকাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গাজীর ঘের এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট অবৈধ বালু উত্তোলনের সত্যতা পান এবং ড্রেজার মেশিনটি জব্দ করেন। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ও ১৫ ধারায় ইমরান গাজীকে দণ্ড দেওয়া হয়।
অভিযান পরিচালনাকারী কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌর প্রশাসক ইয়াসীন সাদেক বলেন, অবৈধভাবে বালু উত্তোলন করলে পরিবেশ ও জনপদ ঝুঁকিতে পড়ে। এ ধরনের কাজ কারও জন্যই মঙ্গলজনক নয়। আইন ভাঙলে অবশ্যই শাস্তি পেতে হবে। কুয়াকাটা এলাকায় অবৈধ ড্রেজার মেশিন কোনোভাবেই চলতে দেওয়া হবে না।
বাংলাদেশ সময়: ২১:০৯:১৭ ● ৯৩ বার পঠিত
