শুক্রবার ● ১৪ নভেম্বর ২০২৫

কলাপাড়ায় হাসপাতাল ক্যাম্পাসে বর্জ্য অপসারণে স্বেচ্ছাসেবীদের উদ্যোগ

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় হাসপাতাল ক্যাম্পাসে বর্জ্য অপসারণে স্বেচ্ছাসেবীদের উদ্যোগ
শুক্রবার ● ১৪ নভেম্বর ২০২৫


 

কলাপাড়ায় হাসপাতাল ক্যাম্পাসে বর্জ্য অপসারণে স্বেচ্ছাসেবীরা

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় ৫০ শয্যার হাসপাতাল অভ্যন্তর ও ক্যাম্পাসের প্লাস্টিক, পলিথিন ও অন্যান্য বর্জ্য অপসারণ করা হয়েছে। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা কলাপাড়াবাসী’। সংগঠনের ৫০ জন সদস্য এতে অংশ নেন।

হাসপাতালের সব কক্ষ, টয়লেট, বাথরুম ও ক্যাম্পাসের ড্রেন থেকে বর্জ্য সরানো হয়। ডেঙ্গুর ভয়াবহতা মোকাবিলায় এমন উদ্যোগকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন।

সংগঠনের নজরুল ইসলাম, নাজমুস সাকিব ও হেমায়েত উদ্দিন জানান, ডেঙ্গু প্রতিরোধে নিজেদের সামাজিক দায়বদ্ধতা থেকেই তারা এই কার্যক্রম পরিচালনা করেছেন। তারা বলেন, নিজেদের কলাপাড়া পরিচ্ছন্ন রাখা সবার দায়িত্ব।

একই সময়ে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদের নির্দেশনায় মশক নিধন স্প্রে করা হয়।

উল্লেখ, কলাপাড়ায় ডেঙ্গুর প্রকোপ বর্তমানে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।

বাংলাদেশ সময়: ১২:২৩:৪৬ ● ৫৩ বার পঠিত